ম্যাকরন সৌদি আরবের সঙ্গে চুক্তি করলেন




সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল। আজ সোমবার (৩ ডিসেম্বর) রাজধানী রিয়াদে দু’দেশের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়। খবর সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোরের।

জানা গেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এই চুক্তি সম্পাদন করেন ম্যাকরন। লেবাননসহ মধ্যপ্রাচ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে এবং সংঘাত কমানোর লক্ষ্যে অঙ্গীকার করেন তারা।

এর আগে, তিন দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব পৌঁছলে ফরাসি প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ। স্বাগত অনুষ্ঠান ও গার্ড অব অনারের পর তাকে নিয়ে যাওয়া হয় বাদশাহি প্রাসাদে। সৌদি যুবরাজ ও ফরাসি প্রেসিডেন্টের মধ্যে একাধিক বৈঠক হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

Post a Comment

Previous Post Next Post